ঢাকা | বঙ্গাব্দ

দাবি পর্যালোচনায় আনসারদের তদন্ত কমিটি গঠন

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহা-পরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ
  • আপলোড তারিখঃ 24-08-2024 ইং
দাবি পর্যালোচনায় আনসারদের তদন্ত কমিটি গঠন ছবির ক্যাপশন: দাবি পর্যালোচনায় আনসারদের তদন্ত কমিটি গঠন
বিশেষ প্রতিনিধি,দৈনিক প্রথম সকাল।   

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহা-পরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদকে আহবায়ক করে ৭ সদস্যের কমিটি করেছে সরকার।গতকাল শনিবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব'কে এম আল আমিনের সই করা এক আদেশে এ কমিটি গঠন করা হয়েছে।এতে বলা হয় আনসার বাহিনীর অধীন সাধারণ আনসার সদস্যদের দাবি-দাওয়ার বিষয়টি পর্যালোচনা করে সুপারিশ প্রণয়নের জন্য কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলোঃ- উপ-মহাপরিচালক (প্রশাসন) কর্নেল তসলিমা এহসান,বান্দরবান ২৭ আনসার ব্যাটালিয়নের পরিচালক রাসেল আহমেদ,সহকারী পরিচালক (রেকর্ড) আবুল কালাম আজাদ,রাঙ্গামাটি বাঘাইছড়ি ১৩ আনসার ব্যাটালিয়নের কমান্ডার হুমায়ূন কবির শরীফ এবং সাধারণ অঙ্গীভূত আনসার সদস্য কর্তৃক গঠিত আহবায়ক কমিটি থেকে ৪ সদস্য। 

এছাড়া কমিটির সদস্য সচিব করা হয়েছে- সদরদপ্তরের পরিচালক (প্রশাসন) জাহানারা আক্তারকে।এই অফিস আদেশে,কমিটিকে আগামী ৭কার্য-দিবসের মধ্যে সরকারের কাছে প্রতিবেদক জমা দিতে বলা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ