ঢাকা | বঙ্গাব্দ

নয় বছর আগে পুলিশি হেফাজতে ছাত্রদল নেতার মৃত্যুতে মামলা,সাবের হোসেন-আছাদুজ্জামানসহ আসামী ৬২

রাজধানীর ঢাকার খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান জনিকে
  • আপলোড তারিখঃ 08-09-2024 ইং
নয় বছর আগে পুলিশি হেফাজতে ছাত্রদল নেতার মৃত্যুতে মামলা,সাবের হোসেন-আছাদুজ্জামানসহ আসামী ৬২ ছবির ক্যাপশন: নয় বছর আগে পুলিশি হেফাজতে ছাত্রদল নেতার মৃত্যুতে মামলা,সাবের হোসেন-আছাদুজ্জামানসহ আসামী ৬২
বিশেষ প্রতিনিধি,দৈনিক প্রথম সকাল।

রাজধানীর ঢাকার খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান জনিকে নয় বছর আগে পুলিশি হেফাজতে "ক্রসফায়ারের নামে হত্যার" অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।জনির বাবা ইয়াকুব আলী এ মামলা করেছেন মামলায় আসামী করা হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)'র তৎকালীন পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ বর্তমান সাবেক ১৩ পুলিশ কর্মকর্তাসহ সাবেক এমপি সাবের হোসেন চৌধুরী।এছাড়া এ মামলায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৪৯ নেতাকর্মীকে আসামী করা হয়েছে।এছাড়াও অজ্ঞাত আরও ২০ জনকে আসামী করা হয়।এ মামলায় মোট ৬২ জনকে আসামী করা হয়েছে।তবে এখন পর্যন্ত কোনো আসামীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।গত মঙ্গলবার ৩ রা সেপ্টেম্বর (ডিএমপি)'র খিলগাঁও থানায় এ মামলা দায়ের করা হয়।  

এর আগে জনি খিলগাঁও থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন।২০১৫ ইং সালের ২০ শে জানুয়ারি রাজধানীর খিলগাঁও এলাকায় পুলিশ হেফাজতে থাকা অবস্থায় কথিত বন্দুকযুদ্ধে তিনি নিহত হন।এর আগে পুলিশ তাকে গ্রেফতার করে।অদ্য শনিবার ৮ ই সেপ্টেম্বর রাতে এ বিষয়ে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান ভুক্তভোগীর বাবা মামলা করেছেন।এ মামলায় ৬২ জনকে আসামী করা হয়েছে।এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারিনি।তবে আমরা মামলাটি নিয়ে গুরুত্ব সহকারে কাজ করছি।মামলায় অভিযুক্ত আসামিরা হলেন ডিএমপির তৎকালীন পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া, ডিএমপি ডিবির সাবেক উপ পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়,খিলগাঁও থানার এসআই মোঃ আলাউদ্দিন,ডিবি রমনা জোনের এসআই দীপক কুমার দাস,ডিবির রমনা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার হাসান আরাফাত,মোঃ জাহিদুল হক তালুকদার,ডিবির পুলিশ পরিদর্শক ওহিদুজ্জামান,এস এম শাহরিয়ার হাসান,ডিবির এসআই শিহাব উদ্দিন,বাহাউদ্দিন ফারুকী,মোঃ জাহাঙ্গির হোসেন,ডিবির কনস্টেবল মোঃ সোলাইমান ও আবু সায়েদ।সাবেক এমপি সাবের হোসেন চৌধুরী ছাড়াও মামলায় আওয়ামী লীগ নেতাকর্মীরা হলেন সাবের হোসেন চৌধুরীর এপিএস আব্দুল মান্নান,খিলগাঁও থানা আওয়ামী লীগ সভাপতি শরীফ আলী খান,মাহবুব হোসেন মাহবুব,ওযাহিদুল হাসান মিল্টন,নেছার উদ্দিন আহমেদ কাজল,নুরুজ্জামান জুয়েল,মোদাচ্ছের হাওলাদার,আব্দুল আজিজ,আব্দুল জলিল ওরফে ফর্মা জলিল,শাহাদাত হোসেন সাদু,ওহিদুল হাসান টফি,তানজির হাসান,সিরাজুল ইসলাম শাহিন,তাওহীদ, রাজিব,মোঃ ইব্রাহিম,আব্দুল হামিদ বাবু,সোহেল বেপারি, মো. পলাশ,মোঃ সম্রাট,মোঃ লুৎফুর কবির শাওয়ান,আতাউর রহমান,মোঃ অপু,মোঃ খোকন,মো,রিপন,মোঃ স্বপন,মোঃ সালেহ উদ্দিন মৃধা, মোঃ মনির হোসেন,মোঃ মনির হোসেন মোল্লা,মোঃ জুয়েল,মোঃ আব্দুল্লাহ আল মতিন মার্শাল,মোঃ ময়েনউদ্দিন মিলন,মোঃ ওমর আলী মাস্টার,মোঃ মোস্তাফিজুর রহমান,মোঃ আনিছুল রহমান সরকার,মোঃ মুকিতুল হক তুর্য,মোঃ জহুরুল ইসলাম ভুট্ট,ডিশ সোহাগ,ব্রজেন দাস,ফর্মা সুজন,মোঃ শাহফুদ্দিন মজুমদার,মো. গোলাম বাপ্পি ওরফে পিচ্চি রুবেল, মো. রুহুর আমিন,মোঃ নঈম হোসেন ভূঁইয়া,মোঃ ফরহাদ হোসেন ভূঁইয়া,মোঃ সাহাবুদ্দিন,মোঃ নজরুল ইসলাম ও মোঃ গোলাম মোস্তফা ওরফে বাবড়ী মোস্তফা।







নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ