ফারুক আহমেদ সূর্য জেলা করেসপন্ডেন্ট,লালমনিরহাট।
কারাদ দিয়েছে আদালত।সোমবার ৯ ই সেপ্টেম্বর দুপুরে লালমনিরহাট জেলার মাননীয় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।দন্ড পাওয়া আজিজুল ইসলাম (২৩) রংপুর জেলার গংঙ্গাচড়া উপজেলার মহিপুর আদর্শ পাড়া গ্রামের বাসিন্দা আবু তালেবের ছেলে।মামলার তথ্য প্রদানকারী কর্মকর্তা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কর্মকর্তা বলেন ২০১৮ ইং সালের ১ লা জানুয়ারি কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউপি এলাকায় গ্রেফতারী পরোয়ানা মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধ অভিযান চালায় কালীগঞ্জ থানা পুলিশের এএসআই বিষ্ণুপদ দাস সহ সঙ্গীয় ফোর্স।
সে সময় বিশ্বস্ত সোর্সের দেওয়া তথ্য অনুযায়ী একটি YAMAHA মোটরসাইকেল থাকা দুইজন ব্যক্তিকে পুলিশ দাঁড়াতে বললে মোটরসাইকেল ও একটি ব্যাগ ভর্তি গাঁজা রেখে পালিয়ে যাওয়া সময় আজিজুল ইসলামকে গ্রেফতার করেন পুলিশ, অন্য আরেকজন পালিয়ে যান।সেসময় ব্যাগে থাকা ০৫ কেজি গাজা উদ্ধার করা হয়।এ ঘটনায় আজিজুল ইসলাম (২৩) এর নামে থানায় মামলা করেন এএসআই বিষ্ণুপদ দাস।তদন্ত শেষে আজিজুল ইসলামকে আসামি করে আদালতে প্রতিবেদন দাখিল করেন কালীগঞ্জ থানার তদন্তকারী অফিসার এসআই সাইদুল ইসলাম।সাক্ষ্যগ্রহণ শেষে আসামী ১ বছর সশ্রম কারাদন্ডের পাশাপাশি ৫ হাজার টাকার জরিমানা করা হয় যা অনাদায়ে তাকে আরও দুই মাস সশ্রম কারাদণ্ড প্রদান করেন লালমনিরহাট আদালত।