ঢাকা | বঙ্গাব্দ

সম্প্রীতির একটি দেশ গড়ে তুলতে চাইঃ সেনাপ্রধান

সব ধর্মের মানুষ মিলে একটি সুন্দর দেশ
  • আপলোড তারিখঃ 08-11-2024 ইং
সম্প্রীতির একটি দেশ গড়ে তুলতে চাইঃ সেনাপ্রধান ছবির ক্যাপশন: সম্প্রীতির একটি দেশ গড়ে তুলতে চাইঃ সেনাপ্রধান
বিশেষ প্রতিনিধি,দৈনিক প্রথম সকাল।

সব ধর্মের মানুষ মিলে একটি সুন্দর দেশ গড়ার আশা প্রকাশ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।অদ্য শুক্রবার ৮ ই নভেম্বর বিকেলে রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান ও বৌদ্ধ মহাসম্মেলনে তিনি এ কথা বলেন।সেনপ্রধান বলেন সম্প্রীতির একটি দেশ গড়ে তুলতে চাই।এটি বৌদ্ধ ধর্মের মূল মন্ত্র।সব ধর্মের মানুষ মিলে আমারা একটি সুন্দর দেশ গড়তে চাই।

তিনি বলেন পার্বত্য অঞ্চল থেকে অনেকেই এখানে এসেছেন।আমারা চাই,প্রতি বছর এভাবে দিনটি উদ্‌যাপন করা হোক।এজন্য যা সহায়তা দরকার আমরা তাই করবো।ওয়াকার-উজ-জামান বলেন পার্বত্য অঞ্চল আমাদের দেশের একটি বিশাল সম্পদ।তাই পার্বত্য অঞ্চলের শান্তির জন্য যা দরকার আমি তাই করবো।উল্লেখ্য বৌদ্ধ শাস্ত্র মতে, প্রায় আড়াই হাজার বছর আগে ভগবান গৌতম বুদ্ধের জীবদ্দশায় এই ধর্মীয় আচার প্রবর্তিত হয়।২৪ ঘণ্টার মধ্যে সূতা কাটা শুরু করে কাপড় বয়ন,সেলাই ও রঙ করাসহ যাবতীয় কাজ সম্পন্ন করে বৌদ্ধ ভিক্ষুদের দান করা হয়ে থাকে বলে একে কঠিন চীবর দান হিসেবে অভিহিত করা হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ