ঢাকা | বঙ্গাব্দ

সেপ্টেম্বর মাসের প্রথম ১৪ দিনে প্রবাসীরা বৈধ পথে রেমিট্যান্স পাঠিয়েছেন ১৪ হাজার কোটি টাকা

দেশের চলমান অস্থিতিশীল সংকট কাটিয়ে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহ বাড়তে শুরু
  • আপলোড তারিখঃ 15-09-2024 ইং
সেপ্টেম্বর মাসের প্রথম ১৪ দিনে প্রবাসীরা বৈধ পথে রেমিট্যান্স পাঠিয়েছেন ১৪ হাজার কোটি টাকা ছবির ক্যাপশন: সেপ্টেম্বর মাসের প্রথম ১৪ দিনে প্রবাসীরা বৈধ পথে রেমিট্যান্স পাঠিয়েছেন ১৪ হাজার কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি,দৈনিক প্রথম সকাল। 

দেশের চলমান অস্থিতিশীল সংকট কাটিয়ে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহ বাড়তে শুরু করেছে।সপ্তাহ ব্যবধানে বেড়েছে ৫৮ কোটি ২৭ লাখ মার্কিন ডলার।কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী,চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ১৪ দিনে প্রবাসীরা বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে ১১৬ কোটি ৭২ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন,যা বাংলাদেশের মুদ্রায় প্রায় ১৪ হাজার কোটি টাকা।এর আগের সপ্তাহে অর্থাৎ সেপ্টেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এসেছিল ৫৮ কোটি ৪৫ লাখ ৪০ হাজার (৫৮৪ মিলিয়ন) ডলার।আজ রবিবার ১৫ ই সেপ্টেম্বর কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয় সেপ্টেম্বর মাসের ১৪ তারিখ পর্যন্ত দেশে যে পরিমাণ রেমিট্যান্স এসেছে এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ২৯ কোটি ৭৩ লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৫ কোটি ডলার,বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৮১ কোটি ৬৯ লাখ ৭০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩০ লাখ ডলারের রেমিট্যান্স।এর আগে গত মাসে প্রবাসী আয় এসেছে ২২২ কোটি মার্কিন ডলার (২ দশমিক ২২ বিলিয়ন)। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ২৬ হাজার ৬৫৬ কোটি টাকা। 


নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ