ঢাকা | বঙ্গাব্দ

জনপ্রিয় সংগীতশিল্পী ও ব্যান্ড তারকা শাফিন আহমেদ আর নেই

জনপ্রিয় সংগীতশিল্পী ও ব্যান্ড তারকা শাফিন আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।তার বয়স হয়েছিল ৬৩ বছর।অদ্য বৃহস্পতিবার ২৫ শে জুলাই বাংলাদেশ সময়
  • আপলোড তারিখঃ 25-07-2024 ইং
জনপ্রিয় সংগীতশিল্পী ও ব্যান্ড তারকা শাফিন আহমেদ আর নেই ছবির ক্যাপশন: জনপ্রিয় সংগীতশিল্পী ও ব্যান্ড তারকা শাফিন আহমেদ আর নেই (ফাইল ছবি)

বিনোদন ডেস্ক,দৈনিক প্রথম সকাল।


জনপ্রিয় সংগীতশিল্পী ও ব্যান্ড তারকা শাফিন আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।তার বয়স হয়েছিল ৬৩ বছর।অদ্য বৃহস্পতিবার ২৫ শে জুলাই বাংলাদেশ সময় সকাল ৬টা ৫০ মিনিটে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার সেন্তরা হাসপাতালে মারা যান তিনি।শাফিন আহমেদের ভাই হামিন আহমেদ বিষয়টি গণমাধ্যম'কে জানান।শাফিন আহমেদ বাংলাদেশি সংগীতশিল্পী ও সুরকার।তিনি মাইলস ব্যান্ডের সদস্য।তিনি মাইলসের বেজ গিটারিস্ট ও প্রধান গায়ক ছিলেন।ব্যান্ডের বাইরে তিনি সলো ক্যারিয়ারে সুনাম অর্জন করেছেন।এছাড়া বেশকিছু সলো কিংবা মিক্সড অ্যালবামে তার গান রয়েছে।


১৯৬১ সালের ১৪ ই ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন শাফিন আহমেদ।তার মা সংগীত শিল্পী ফিরোজা বেগম ও বাবা সুরকার কমল দাশগুপ্ত।এ পরিবারে জন্ম নেওয়ার কারণে ছোট বেলা থেকেই শাফিন আহমেদ গানের ভেতরেই বড় হয়।বাবার কাছে মাঝে মধ্যে উচ্চাঙ্গ সঙ্গীত শিখেছেন আর মার কাছে শিখেছেন নজরুল গীতি।এরপর বড় ভাই হামিন আহমেদসহ ইংল্যান্ডে পড়াশোনার সুবাদে পাশ্চাত্য সংগীতের সংস্পর্শে এসে ব্যান্ড সংগীত শুরু করেন এবং মাইলস ব্যান্ড গড়ে তোলেন যা পরে বাংলাদেশের অগ্রগামী ব্যান্ডদল সমূহের মধ্যে অন্যতম হিসেবে স্বীকৃতি লাভ করে।তিনি সেই সময় প্রচারিত বিটিভির নিয়মিত মাইলসকে নিয়ে করা অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন।


শাফিন আহমেদের জনপ্রিয় কিছু গানের মধ্যে চাঁদ তারা সূর্য,জ্বালা জ্বালা, ফিরিয়ে দাও ও ফিরে এলেনা অন্যতম।২০১০ ইং সালের ১২ ই জানুয়ারি ব্যক্তিগত কারণে মাইলস ছাড়েন শাফিন আহমেদ এবং রিদম অব লাইফ নামে নতুন একটি ব্যান্ডদল প্রতিষ্ঠা করেন।এ দলে তার সাথে যোগ দেন ওয়াসিউন (গিটার),শাহিন (গিটার),সুমন (কি-বোর্ড),উজ্জ্বল (পার্কিশন),শামস (বেজ গিটার) ও রূমি (ড্রামস)।পরে একই বছরের শেষ দিকে শাফিন আবারও মাইলসে ফিরে আসেন। 




নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ