ঢাকা | বঙ্গাব্দ

পদোন্নতি পেয়ে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) হয়েছেন ৬ কর্মকর্তা

পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদ মর্যাদার ৬ কর্মকর্তা পদোন্নতি
  • আপলোড তারিখঃ 02-10-2024 ইং
পদোন্নতি পেয়ে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) হয়েছেন ৬ কর্মকর্তা ছবির ক্যাপশন: পদোন্নতি পেয়ে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) হয়েছেন ৬ কর্মকর্তা
সিনিয়র করেসপন্ডেন্ট,দৈনিক প্রথম সকাল।

পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার ছয় কর্মকর্তা পদোন্নতি পেয়ে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) হয়েছেন। আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখা থেকে এক প্রজ্ঞাপনে তাদের পদোন্নতির কথা জানানো হয়েছে।বুধবার (২ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন-নিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখার উপসচিব আবু সাঈদের সই করা এক প্রজ্ঞাপনে তাদের পদোন্নতি দেয়া হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে জন-প্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-৩ শাখার গত ১ অক্টোবর স্মারকমূলে নিম্নবর্ণিত কর্মকর্তাদের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর গ্রেড-২) পদে পদোন্নতি দেয়া হলো। পদোন্নতি পাওয়া ছয় পুলিশ কর্মকর্তা হলোঃ মোঃ মতিউর রহমান শেখ,মোঃ আলমগীর আলম,সরদার তমিজ উদ্দিন আহমেদ,মোঃ দেলোয়ার হোসেন মিঞা,মোঃ শাহ আলম ও মোঃ আবদুল্লাহ আল মাহমুদ।

জনস্বার্থে জারি করা এ আদেশ যোগদানের তারিখ হতে কার্যকর হবে।পদোন্নতি পাওয়া কর্মকর্তারা যথাযগ কর্তৃপক্ষের মাধ্যমে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবর যোগদান করবেন।পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত স্ব-স্ব পদে বহাল থেকে দায়িত্ব পালন করবেন।










নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ