ঢাকা | বঙ্গাব্দ

প্রচুর সংখ্যক আওয়ামী লীগের নেতাকর্মী পালিয়েছেন,জানেনা বিজিবি

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদ
  • আপলোড তারিখঃ 03-10-2024 ইং
প্রচুর সংখ্যক আওয়ামী লীগের নেতাকর্মী পালিয়েছেন,জানেনা বিজিবি ছবির ক্যাপশন: প্রচুর সংখ্যক আওয়ামী লীগের নেতাকর্মী পালিয়েছেন,জানেনা বিজিবি
সিনিয়র করেসপন্ডেন্ট,দৈনিক প্রথম সকাল।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন তালিকাভুক্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিরোধী ২২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে বিজিবি।কিন্তু এরপরও আওয়ামী লীগের নেতাকর্মী পালিয়েছেন।তারা কিভাবে কোন সীমান্ত দিয়ে দেশ থেকে পালালেন তা জানি না।এর দায় শুধু বিজিবির কেন? অবশ্যই তদন্ত হবে, তদন্ত হচ্ছে।কোন বিওপির আওতাভুক্ত সীমান্ত এলাকা দিয়ে তারা পালিয়েছেন তা তদন্ত করা হচ্ছে।অদ্য বৃহস্পতিবার ৩ রা অক্টোবর দুপুরে বিজিবি সদর দপ্তরের কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।  

মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন দেশ থেকে পালানোর ঘটনায় বিজিবির দায় আছে।শুধু কি বিজিবিই দায়বদ্ধ?কোন সীমান্ত দিয়ে কে গেলেন তা অবশ্যই তদন্ত করা হবে।এবিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।গত ৬ ই আগস্ট থেকে যে স্ক্রল দেখেছেন,সীমান্ত পথে পালানোরোধে বিজিবিকে সহায়তা করুন,এ কাজে কেউ বিজিবিকে নির্দেশনা দেয়নি।নিজ উদ্যোগে করেছি।তখন থেকে আমরা চেষ্টা করছি।তথ্য দেওয়ার যে সব সংস্থা আছে তারাও যদি তথ্য দেন তাহলে কাজটা সহজ হয়।

তিনি বলেন আওয়ামী লীগের সবাই কি পালিয়ে গেছেন?আমার মনে হয় না।জনবহুল এ দেশে কেউ কেউ আত্মগোপনে আছেন।মাদক ব্যবসায়ী বদিকে ধরার জন্য বেশ কয়েকটি অভিযান পরিচালনা করেছি।শোনা গেছে তিনি ট্রলারে করে মিয়ানমার গেছেন।কিন্তু গ্রেফতার হলেন সীতাকুণ্ড থেকে।এরকম একদিকে যাওয়ার আওয়াজ দিয়ে অন্য দিক থেকে পালানোর চেষ্টা করছে অনেকে।

মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী সাংবাদিকদের প্রতি আহবান জানিয়ে বলেন আপনাদের কাছেও তথ্য থাকে।বিজিবিকে জানান আমরা ব্যবস্থা নিবো।আমরা পালানো রোধে বদ্ধপরিকর। 


নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ