ঢাকা | বঙ্গাব্দ

চাঁদপুরের হাজীগঞ্জে কিশোর মোঃ সাইমন হত্যার ঘটনায় ২ আসামি গ্রেফতার

চাঁদপুরের হাজীগঞ্জে টোরাগড় ও মকিমাবাদ দুপক্ষের সংঘর্ষের ঘটনায় নিহত কিশোর
  • আপলোড তারিখঃ 04-10-2024 ইং
চাঁদপুরের হাজীগঞ্জে কিশোর মোঃ সাইমন হত্যার ঘটনায় ২ আসামি গ্রেফতার ছবির ক্যাপশন: চাঁদপুরের হাজীগঞ্জে কিশোর মোঃ সাইমন হত্যার ঘটনায় ২ আসামি গ্রেফতার
জেলা করেসপন্ডেন্ট,দৈনিক প্রথম সকাল। 

চাঁদপুরের হাজীগঞ্জে টোরাগড় ও মকিমাবাদ দুপক্ষের সংঘর্ষের ঘটনায় নিহত কিশোর মোঃ সাইমন হোসেন (১৬) মৃত্যুর ঘটনায় ২ আসামিকে গ্রেফতার করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেলে হাজীগঞ্জ পুলিশ তাদের মামলার আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে চাঁদপুর আদালতে সোপর্দ করে।বিচারক তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।গ্রেফতারকৃত আসামিরা হলেনঃ-হাজীগঞ্জ পৌরসভাধীন ৬ নম্বর ওয়ার্ড মকিমাবাদ গ্রামের সর্দার বাড়ি ইকবাল সর্দার ও ৭ নম্বর ওয়ার্ড টোরাগড় গ্রামের মুন্সী বাড়ির বাসিন্দা শাহআলম ভুট্টু।

গত বুধবার ২ রা অক্টোবর রাতে চট্টগ্রাম থেকে ইকবালকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৭ এবং শাহ আলমকে গ্রেফতার করে হাজীগঞ্জ থানা পুলিশ।গত ২১ শে সেপ্টেম্বর রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মোঃ সাইমন।আগের দিন ২০ শে সেপ্টেম্বর সন্ধ্যায় হাজীগঞ্জ বাজারে টোরাগড় ও মকিমাবাদ গ্রামের দুপক্ষের সংঘর্ষের ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা তাকে কুপিয়ে গুরুতর আহত করে।

নিহত সাইমন হাজীগঞ্জ পৌর এলাকার তাহফিজুল কোরআন হাফেজিয়া মাদরাসার শিক্ষার্থী।তার বাবার বাড়ি ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর ইউনিয়নের দিঘদাইর গ্রামে এবং তার সৎ বাবার বাড়ি চাঁদপুর সদর উপজেলার মহামায়া চরবাকিলা গ্রামে।সাইমন হত্যাকান্ডের ঘটনায় গত ২২ শে সেপ্টেম্বর নিহত সাইমনের মামা সাইফুল ইসলাম বাদী হয়ে হাজীগঞ্জ থানায় অজ্ঞাতনামা ৩শ থেকে ৪শ জনকে আসামি করে একটি মামলা যাঁহার (নম্বর- ১৪) দায়ের করেন। 

নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ