ঢাকা | বঙ্গাব্দ

পুটিয়া সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় সাবেক যুগ্ম সচিব আটক

ব্রাক্ষ্মণাবাড়িয়ার পুটিয়া সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় জাতীয়
  • আপলোড তারিখঃ 12-10-2024 ইং
পুটিয়া সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় সাবেক যুগ্ম সচিব আটক ছবির ক্যাপশন: পুটিয়া সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় সাবেক যুগ্ম সচিব আটক
বিশেষ প্রতিনিধি,দৈনিক প্রথম সকাল।

ব্রাক্ষ্মণাবাড়িয়ার পুটিয়া সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় জাতীয় সংসদ সচিবালয়ের সদ্য সাবেক যুগ্ম সচিব এএএমজি কিবরিয়া মজুমদারকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।অদ্য শনিবার ১২ ই অক্টোবর দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পুটিয়া সীমান্ত থেকে বিজিবির ৬০ ব্যাটালিয়নের সদস্যরা তাকে আটক করে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিজিবি।

এতে বলা হয়, দুপুর সাড়ে ১২টায় বিজিবির সালদা নদী সীমান্ত ফাঁড়ির একটি টহল দল পুটিয়া সীমান্ত থেকে ভারতে অনুপ্রবেশের সময় কিবরিয়া মজুমদারকে আটক করে।সম্প্রতি ঘটে যাওয়া বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে তার সংশ্লিষ্টতা রয়েছে।এ জন্য গ্রেফতার এড়াতে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর চেষ্টা করছিলেন তিনি।

বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান আটক সাবেক যুগ্ম সচিবের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।এছাড়া অবৈধভাবে সীমান্ত পেরিয়ে কেউ যেন দেশ ছেড়ে পালাতে না পারে,সে জন্য সীমান্তে সজাগ দৃষ্টি রাখছে বিজিবি।


নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ