ঢাকা | বঙ্গাব্দ

শাহরাস্তিতে বন্যায় ক্ষতিগ্রস্ত ১২০ জন মৎস্য চাষীর মাঝে মাছের পোনা বিতরণ

শাহরাস্তি উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত ১২০ জন প্রান্তিক মৎস্য
  • আপলোড তারিখঃ 31-10-2024 ইং
শাহরাস্তিতে বন্যায় ক্ষতিগ্রস্ত ১২০ জন মৎস্য চাষীর মাঝে মাছের পোনা বিতরণ ছবির ক্যাপশন: মৎস্য চাষীদের মাঝে মাছের পোনা অবমুক্তকরণ শুভ উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার( ভূমি) রেজওয়ানা চৌধুরী
সৈয়দ মোঃ মোতাহের হোসাইন,করেসপন্ডেন্ট,শাহরাস্তি,চাঁদপুর। 

শাহরাস্তি উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত ১২০ জন প্রান্তিক মৎস্য চাষীদের মাঝে মাছের পোনা বিতরণ করা হয়েছে।অদ্য ৩১ শে অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ পুকুরে এ পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরী।এ সময় আরো উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান,শাহরাস্তি উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তৌসিব উদ্দিন,উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ ফারুক আহমেদ,সুভাষ মৎস্য খামারের সও্বাধিকারী সুভাষ বর্মন প্রমুখ। 

উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তৌসিব উদ্দিন জানান ২০২৪-২০২৫ ইং অর্থ বৎসরের মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক পর্যায়ের ১২০ জন মৎস্য চাষীর মাঝে প্রতিজনকে ৭ কেজি করে ৮৪০ কেজি পোনামাছ অবমুক্তকরণের উদ্দেশ্যে বিতরণ করা হয়। 


নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ