ঢাকা | বঙ্গাব্দ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ঔষধের দোকানে দুধর্ষ চুরি থানায় অভিযোগ

গোপালগঞ্জ, কোটালীপাড়া, ঔষধ, দোকান, দুধর্ষ, চুরি থানা, অভিযোগ,অপরাধ
  • আপলোড তারিখঃ 03-06-2024 ইং
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ঔষধের দোকানে দুধর্ষ চুরি থানায় অভিযোগ ছবির ক্যাপশন: গোপালগঞ্জের কোটালীপাড়ায় ঔষধের দোকানে দুধর্ষ চুরি থানায় অভিযোগ

মোঃ শাহ আলম মিয়া,করেসপন্ডেন্ট,কোটালীপাড়া,গোপালগঞ্জ।


গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্র সংলগ্ন আলিফ মেডিসিন কর্নার নামক একটি ঔষধের দোকানে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে।অদ্য  সোমবার রাতে এ ঘটনা ঘটে। জানা যায় উক্ত দোকানের স্বত্ত্বাধিকারী উনশিয়া গ্রামের মিজানুর রহমান প্রতি রাতের ন্যায় দোকান বন্ধ করে বাড়ি যায়।সকালে এসে দোকানের শার্টার খোলা দেখে চুরির বিষয়টি বুঝতে পেরে লোকজনকে জানায়।


এ ব্যাপারে ভুক্তভোগি মিজানুর রহমান সাংবাদিকদের বলেন ৩/৪ দিন পূর্বে রুহুল নামক এক ব্যক্তির সাথে দোকানে বসে আমার বাকবিতন্ডা হয় এরই জের ধরে টুটুল নামক অন্য এক ব্যক্তি সহকারে এসে আমাকে হুমকি ধামকি দিয়ে যায়।


তিনি আরো জানান হেলথ কেয়ার ও ইনসেপটা কোম্পানির বিভিন্ন ধরনের মূল্যবান ঔষধ ও নগদ টাকা সহ আমার প্রায় চার লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে।আমি সুষ্ঠ তদন্তের মাধ্যমে এ ঘটনার সঠিক বিচারের দাবি জানাই।


হাসপাতাল সংলগ্ন বণিক সমিতির সভাপতি ও উপজেলা যুবলীগ সভাপতি ফজলুর রহমান দিপু জানান এই চুরি কাছের কোন ব্যক্তি করেছে। ফেলে যাওয়া সেলাই রেঞ্জটির বিষয়ে তদন্ত করে দেখতে হবে। 


এ ঘটনার সঠিক বিচার হওয়া দরকার।এ বিষয়ে কোটালীপাড়া থানার এস আই আতাউর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন একটি সেলাই রেঞ্জ জব্দ করেছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এ ঘটনায় মিজানুর রহমান বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন।







নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ