ঢাকা | বঙ্গাব্দ

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির বাচসাস'র নির্বাচন আজ

ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির
  • আপলোড তারিখঃ 01-11-2024 ইং
বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির বাচসাস'র নির্বাচন আজ ছবির ক্যাপশন: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির বাচসাস'র নির্বাচন আজ
বিনোদন ডেস্ক,দৈনিক প্রথম সকাল। 

ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) দ্বিবার্ষিক সাধারণ সভা ও ২০২৪-২৬ ইং মেয়াদের নির্বাচন শুক্রবার ১ লা নভেম্বর জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হচ্ছে।বাচসাসের বিদায়ী সাধারণ সম্পাদক রিমন মাহফুজ এক বিবৃতিতে সদস্যদের সাধারণ সভায় অংশগ্রহণ ও গুরুত্বপূর্ণ মতামত দিয়ে সংগঠনটিকে আরও গতিশীল করার আহবান জানিয়েছেন।

তিনি জানান শুক্রবার সকাল থেকে দ্বিবার্ষিক সাধারণ সভা ও দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।এবার বাচসাসের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন আলিমুজ্জামান।কমিশনে আরও রয়েছেন আমিনুল ইসলাম রাজু,এরফানুল হক নাহিদ,হাফিজুর রহমান সুরুজ ও আবুল হোসেন মজুমদার।এবারের নির্বাচনে মূলত একটি প্যানেলই অংশ নিচ্ছে।ফলে বেশির ভাগ প্রার্থী নির্বাচন ছাড়াই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। এর মধ্যে নির্বাচন হবে সভাপতি ও সহ-সাধারণ সম্পাদক পদে।  

এবার সভাপতি পদে নির্বাচন করছেন ৩ জন কামরুল হাসান দর্পণ,কাজী ফারুক বাবুল ও অঞ্জন রহমান।আর সহ-সাধারণ সম্পাদক পদে লড়ছেন ২ জন আবু সুফিয়ান রতন ও আহমেদ তেপান্তর।অন্যদিকে ভোট ছাড়াই নির্বাচিত হচ্ছেন সহ-সভাপতি লিটন রহমান ও সালাম মাহমুদ,সাধারণ সম্পাদক রাহাত সাইফুল,অর্থ-সম্পাদক ইরানী বিশ্বাস,সাংগঠনিক সম্পাদক মোস্তফা মতিহার, আন্তর্জাতিক ও গবেষণা বিষয়ক সম্পাদক আবু হুরায়রা মুরাদ,সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক সম্পাদক ইসরাত জাহান স্বর্ণা, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক আনিসুল হক রাশেদ,প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুর ইসলাম লিটন, দপ্তর সম্পাদক রুহুল আমিন ভূঁইয়া এবং কার্যনির্বাহী সদস্য নিয়াজ মোর্শেদ শুভ,পান্থ আফজাল,মহিব আল হাসান,শফিউল্লাহ সুমন,শাকিল হোসেন,সাজু আহমেদ,সেলিম কামাল,হাফিজ রহমান ও রুহুল সাখাওয়াত।

বাচসাস ১৯৬৮ ইং সালে প্রতিষ্ঠিত হয়।জন্মলগ্নে এর নাম ছিল "পাকিস্তান চলচ্চিত্র সাংবাদিক সমিতি"।দেশ স্বাধীন হওয়ার পর নাম পরিবর্তন করে হয় বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি" সংক্ষেপে "বাচসাস"। 


নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ