ঢাকা | বঙ্গাব্দ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় গলায় ফাঁস দিয়ে নব বধুর আত্মহত্যা

গোপালগঞ্জ, কোটালীপাড়া, গলা, ফাঁস, দিয়ে ,নব ,বধু, আত্মহত্যা,অপরাধ
  • আপলোড তারিখঃ 04-06-2024 ইং
গোপালগঞ্জের কোটালীপাড়ায়  গলায় ফাঁস দিয়ে নব বধুর আত্মহত্যা ছবির ক্যাপশন: গোপালগঞ্জের কোটালীপাড়ায় গলায় ফাঁস দিয়ে নব বধুর আত্মহত্যা

মোঃ শাহ আলম মিয়া,করেসপন্ডেন্ট,কোটালীপাড়া,গোপালগঞ্জ। 


মেহেদীর রং না শুকাতেই পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে মারিয়া ইসলাম (১৪) নামক এক নববধু।সে উপজেলার আমতলী ইউপি সাবেক সদস্য গচাপাড়া গ্রামের আবুল কালাম আজাদের মেয়ে।এবং গচাপাড়া মহিলা দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেনীর শিক্ষার্থী।গতকাল সোমবার দিবাগত রাতে বাবার বসত ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।


তথ্যসূত্র  জানা যায় দেড় মাস পূর্বে পাশবর্তী বলুহার গ্রামের আল-আমীন খানের  কলেজ শিক্ষার্থী ছেলে রবিউল খানের সাথে পারিবারিক ভাবে বিয়ে হয় তার।লেখাপড়ার সুবাদে বিয়ের পর থেকে বাবার বাড়ীতেই অবস্থান করে আসছিলো মারিয়া।এ বিষয়ে কোটালীপাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ আলোমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান কোন পক্ষের অভিযোগ না থাকায় লাশের ময়না তদন্ত হয়নি তবে থানায় একটি অপ-মৃত্যুর মামলা দায়ের হয়েছে।



নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ