ঢাকা | বঙ্গাব্দ

রাজধানীর মগবাজারে ট্রেনের ধাক্কায় মোঃ আপন (২২) যুবক নিহত

রাজধানীর মগবাজার রেলক্রসিংয়ে ট্রেনের
  • আপলোড তারিখঃ 21-12-2024 ইং
রাজধানীর মগবাজারে ট্রেনের ধাক্কায় মোঃ আপন (২২) যুবক নিহত ছবির ক্যাপশন: রাজধানীর মগবাজারে ট্রেনের ধাক্কায় মোঃ আপন (২২) যুবক নিহত
বিশেষ প্রতিনিধি,দৈনিক প্রথম সকাল।

রাজধানীর মগবাজার রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মো. আপন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।অদ্য শনিবার ২১ শে ডিসেম্বর সন্ধ্যা সোয়া ৫টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।নিহত আপন কুড়িগ্রাম নাগেশ্বরী উপজেলার মৃত গোলাম মোস্তফার ছেলে। বর্তমানে তিনি মগবাজার এলাকায় ভাড়া থাকতেন।তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী সোহাগ বলেন বিকেলের দিকে মগবাজার রেল ক্রসিং পারাপারের সময় কমলাপুরগামী একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয় ওই যুবক।পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন আমরা ওই যুবকের পকেটে থাকা কাগজে লেখা মোবাইল নাম্বারে তার পরিবারের সঙ্গে কথা বলে তার নাম পরিচয় জানতে পেরেছি।পরিবারের সদস্যরা ঢাকা মেডিকেলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক হোসেন, ওই যুবকের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি ঢাকা রেলওয়ে থানা পুলিশকে জানিয়েছি। 

নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ