ঢাকা | বঙ্গাব্দ

রাজধানীর প্রকাশ্যে গলায় চাপাতি ধরে ছিনতাইয়ের মামলায় ৪ জন গ্রেফতার

রাজধানী, প্রকাশ্যে ,গলা,চাপাতি, ধরে, ছিনতাই,মামলা,৪ ,জন ,গ্রেফতার
  • আপলোড তারিখঃ 20-05-2024 ইং
রাজধানীর প্রকাশ্যে গলায় চাপাতি ধরে ছিনতাইয়ের মামলায় ৪ জন গ্রেফতার ছবির ক্যাপশন: রাজধানীর প্রকাশ্যে গলায় চাপাতি ধরে ছিনতাইয়ের মামলায় ৪ জন গ্রেফতার (প্রতীকী ছবি)

নিজস্ব প্রতিবেদক,দৈনিক নাসা নিউজ।


রাজধানীর ধানমন্ডিতে প্রকাশ্যে গলায় চাপাতি ধরে ছিনতাইয়ে জড়িত ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।গত রবিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেফতার করা হয়।এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত ১টি চাপাতি ও ছিনিয়ে নেয়া মোবাইল এবং ম্যানিব্যাগ উদ্ধার করা হয়েছে।অদ্য সোমবার ২০ ই মে  সকালে রমনার নিউ সার্কুলার রোডে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানান রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আশরাফ হোসেন।গ্রেফতারকৃত আসামীরা হলো-মোঃ আলী,মোঃ ইমন,আকাশ ও মোঃ তারেক।


উপ-পুলিশ কমিশনার আশরাফ হোসেন বলেন একজন বেসরকারি চাকুরিজীবী প্রতিদিনের মতো গত শনিবার সকালে সাত মসজিদ রোড দিয়ে ধানমন্ডির অফিসে যাচ্ছিলেন।সকাল ৮টা ৫০ মিনিটের দিকে আবাহনী মাঠ সংলগ্ন উত্তর পাশের ফুটপাতে পৌঁছালে,৪ জন যুবক এসে তাকে অতর্কিত কিলঘুষি মেরে রাস্তায় ফেলে দেয়।এরপর তার গলায় চাপাতি ধরে একটি মোবাইল ও ম্যানিব্যাগ কেড়ে নিয়ে অটো-রিকশায় করে চলে  যায়।এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ধানমন্ডি থানায় একটি মামলা দায়ের করা হয়।


এরপর থানা পুলিশ ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তাদের শনাক্ত করে।পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে থানা এলাকায় অভিযান পরিচালনা করে ২৪ ঘণ্টার মধ্যে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারকরা হয়।পুলিশ জানায় সিসিটিভি ফুটেজের সূত্র ধরেই এই ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।এ জন্য সংশ্লিষ্টদের বিশেষ করে বাসাবাড়িতে সিসি ক্যামেরা স্থাপনের উপর জোর দেয় পুলিশ।



নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ