ঢাকা | বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জ'র শিবগঞ্জে জ্ঞানের আলো ছড়াচ্ছে শান্তি নিবিড় পাঠাগার

চাঁপাইনবাবগঞ্জ,শিবগঞ্জ, জ্ঞান, আলো, ছড়াচ্ছে, শান্তি, নিবিড়, পাঠাগার
  • আপলোড তারিখঃ 28-05-2024 ইং
চাঁপাইনবাবগঞ্জ'র শিবগঞ্জে জ্ঞানের আলো ছড়াচ্ছে শান্তি নিবিড় পাঠাগার ছবির ক্যাপশন: চাঁপাইনবাবগঞ্জ'র শিবগঞ্জে জ্ঞানের আলো ছড়াচ্ছে শান্তি নিবিড় পাঠাগার

বিশেষ প্রতিনিধি,শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ।


শিবগঞ্জ উপজেলা জালমাছমারী ইসরাইল মোড়  স্থাপিত শান্তির নিবিড় পাঠাগার সব বয়সী মানুষের মধ্যে ব্যাপক ছাড়া ফেলেছে।স্কুল কলেজ শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের পছন্দের বই সংগ্রহ করে বাড়িতে বসে পড়ার সুযোগ পাচ্ছেন।ব্যতিক্রমে এ পাঠাগারের মূল উদ্যোক্তা সাংবাদিক মোঃ নাহিদ উজ্জামান। 


তারা জানিয়েছেন সব বয়সী মানুষকে বই পড়া উদ্বুদ্ধ করার জন্য শান্তি নিবিড় পাঠাগারটি স্থাপন করা হয়েছে।শান্তি নিবিড় পাঠাগারটির দেখাশোনা করেন সাংবাদিক নাহিদ উজ্জামান। এমন উদ্যোগে ছাত্র-ছাত্রী ও বিভিন্ন বয়সী মানুষ অন্যদিকে সময় নষ্ট না করে জ্ঞান আহরণ করতে পারবেন বলে অভিজ্ঞ মহল মনে করেন।

২০২০ ইং সাল থেকে শান্তি নিবিড় পাঠাগারের যাত্রা শুরু হয়।এই পাঠাগারটির নিজ অর্থায়ন করেছেন সাংবাদিক মোঃ নাহিদ উজ্জামান।প্রায় ৫০ হাজার টাকা ব্যয়ে সেলফটি তৈরি করা হয়েছে।


শান্তি নিবিড় পাঠাগারের পরিচালক বলেন মানুষকে আলোকিত করা স্বপ্ন দেখাতেই এই শান্তি নিবিড় পাঠাগারের উদ্যোগ নেওয়া হয়েছে।একটি তথ্য নির্ভর ও আধুনিক সমাজ বিনির্মাণে নতুন প্রজন্মকে বই পড়া সম্পৃক্ত করতে পারলে সহজে সমাজ পরিবর্তন করা সম্ভব।


নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ