ঢাকা | বঙ্গাব্দ

কোটা নিয়ে উচ্চ আদালতের রায়ে শিক্ষামন্ত্রী যা বললেন

কোটা, নিয়ে, উচ্চ ,আদালতে,রায় শিক্ষামন্ত্রী ,যা ,বললেন
  • আপলোড তারিখঃ 08-06-2024 ইং
কোটা নিয়ে উচ্চ আদালতের রায়ে শিক্ষামন্ত্রী যা বললেন ছবির ক্যাপশন: কোটা নিয়ে উচ্চ আদালতের রায়ে শিক্ষামন্ত্রী যা বললেন

জেলা করেসপন্ডেন্ট,চট্টগ্রাম।


শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বললেন মুক্তিযোদ্ধার প্রতি সম্মান দেখিয়ে তাদের পরবর্তী প্রজন্ম অর্থাৎ তাদের সন্তানদের জন্য রাষ্ট্র কর্তৃক কোটার যে বিষয়টি ছিল,সেটা যথাযথ প্রতি পালনের ক্ষেত্রে অনেক জায়গায় অমনোযোগিতা ও অমান্য করা হচ্ছে।সে বিষয়ে উচ্চ আদালত থেকে একটি নির্দেশনা এসেছিল।আমরা সবাইকে অনুরোধ জানাব উচ্চ আদালতের রায়ের প্রতি ও নির্দেশনার প্রতি সবাই যথাযথভাবে সম্মান দেখাবেন।শনিবার ৮ ই জুন চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম হলে একটি অনুষ্ঠান শেষে এসব কথা বলেন মন্ত্রী।


শিক্ষামন্ত্রী বলেন যেহেতু আদালতের রায় এখনো সুনির্দিষ্টভাবে তাঁর হাতে আসেনি বা পড়ে দেখতে পারেননি।তাই সে বিষয়ে সুনির্দিষ্ট মন্তব্য তিনি করছেন না।নওফেল বলেন তবে এটা অত্যন্ত দুঃখের বিষয় যে মুক্তিযুদ্ধের এত সময় পরে এসেও তাদের সন্তানদের জন্য রাখা কোটার প্রশ্নে কিছু মানুষের এত উষ্মা,তা খুবই দুঃখজনক।দেশ যারা স্বাধীন করে দিয়েছেন তাদের সন্তানদের দিয়ে তারা যদি ২য়বার প্রশ্নবিদ্ধ হয়,তাহলেএটা কোনোভাবে কাম্য নয়।


শিক্ষা কারিকুলামে সব ধর্মের প্রতি সম্মানের ভূমিকা শক্তিশালী থাকবে উল্লেখ করে তিনি বলেন  শিক্ষা ব্যবস্থা,শিক্ষা প্রক্রিয়া,পাঠদান ব্যবস্থা ও পাঠক্রমের মধ্যে সবসময় সব ধর্মের প্রতি সম্মান এবং শ্রদ্ধার জায়গাটাতে সরকার সবসময় শক্তিশালী ভূমিকায় থাকবে। দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতি ইসলামের বিরুদ্ধে কোনো কাজ শেখ হাসিনা সরকার কখনো করেনি,আগামীতেও করবে না।কিছু কিছু বিষয় তারা বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করেছেন সেগুলো অবশ্যই নিরসন করা হবে।



নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ