ঢাকা | বঙ্গাব্দ

রংপুরের বদরগঞ্জে দুই মিষ্টির দোকান'কে জরিমানা

রংপুর, বদরগঞ্জ, দুই, মিষ্ট, দোকান, জরিমানা,অপরাধ
  • আপলোড তারিখঃ 10-06-2024 ইং
রংপুরের বদরগঞ্জে দুই মিষ্টির দোকান'কে জরিমানা ছবির ক্যাপশন: রংপুরের বদরগঞ্জে দুই মিষ্টির দোকান'কে জরিমানা ফাইল ছবি)

মোঃ কাজল সরকার,করেসপন্ডেন্ট,বদরগঞ্জ রংপুর।


রংপুরের বদরগঞ্জে পৌরশহরে মামুন সুইটস ও ননী গোপাল মিষ্টান্ন ভান্ডারে মিষ্টি,দই'র তারিখ ও লাইসেন্স না থাকায় দুই দোকানে ২০হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকতা ও  ম্যাজিস্ট্রেট নাজির হোসেন।অদ্য সোমবার ১০ই জুন বিকেলে বিএসটিআইয়ের কর্মকতাকে সঙ্গে নিয়ে এই দুই দোকানকে  জরিমানা করেন।এবং তাদেরকে সতর্ক করা হয়।


এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকতা নাজির হোসেন বলেন এই দুই দোকানে মিষ্টির লাইসেন্স ও দই'র  গায়ে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ তারিখ না থাকায় ১০হাজার টাকা করে মোট ২০হাজার টাকা জরিমানা করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ