মোঃ মেহেরাজ হোসেন,রিপোর্টার,পাঁচবিবি জয়পুরহাট।
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে হাসপাতালের একমাত্র প্রবেশ পথ।এ রাস্তাটির খুবই খারাপ অবস্থা।প্রত্যেক দিন গড়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসা নিতে আসা রোগীর সংখ্যা প্রায় ৫০০ জন।এর মধ্যে বৃদ্ধ,খুবই অসুস্থ,গর্ভবতী মায়েরা ভ্যান,অটো-রিকশায় চিকিৎসা নিতে আসেন।কিন্তু হাসপাতালে একমাত্র প্রবেশ পথটির খুবই খারাপ অবস্থা।অনেক ভাঙ্গাচুড়া,মাঝে মাঝে রাস্তার মধ্যে গর্ত হয়ে আছে।এ রাস্তা দিয়ে রোগীদের আসা যাওয়া খুবই বিড়ম্বণার শিকার হতে হয়।হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের সাথে কথা হলে তাহারা বলেন রাস্তাটি খুবই জরুরী মেরামত করা প্রয়োজন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার তানসিফ জুবায়ের সাথে কথা হলে তিনি জানান রাস্তাটি খুবই দূরত্ব গতিতে মেরামত করা প্রয়োজন,রাস্তার বিষয় নিয়ে পাঁচবিবি স্মার্ট পৌরসভা বাস্তবায়নের রূপকার জনবান্ধব মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিবের সাথে কথা হলে তিনি জানান রাস্তাটি পৌরসভার মধ্যে নতুন করে হয়েছে।এ রাস্তাটি করার জন্য অনুমোদের জন্য পাঠিয়েছি,অনুমোদন পেলেই রাস্তাটির কাজ শুরু করব।