ঢাকা | বঙ্গাব্দ

সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার

রাজধানীর উত্তরা থেকে বরগুনা-১ আসনে
  • আপলোড তারিখঃ 11-11-2024 ইং
সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার ছবির ক্যাপশন: সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার
বিশেষ প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল। 

রাজধানীর উত্তরা থেকে বরগুনা-১ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।গতকাল সোমবার ১১ ই নভেম্বর রাত ৯টার দিকে ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক।

তিনি বলেন বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতা হতাহতের ঘটনায় অনেকগুলো মামলার আসামি শম্ভু।তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।তাকে ডিবি কার্যালয়ে আনা হচ্ছে।তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।উল্লেখ্য বরগুনা-১ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর অর্থ ও সম্পদ করাই ছিল দুরন্ত নেশা।গত ১৫ বছরে তিনি ও তার সহযোগীরা হয়েছেন বিত্তশালী।১৯৯১ ইং থেকে ২০২৩ ইং সালে সাতবার তিনি মনোনয়ন পেয়ে ৫বারই হন সংসদ সদস্য।তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যান।


নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ