ঢাকা | বঙ্গাব্দ

শাহরাস্তি পৌরসভার ২০২৪-২৫ ইং অর্থ বছরের ৬৩কোটি ৬৭ লাখ ২২ হাজার ৮শ ২৪ টাকার বাজেট পেশ

শাহরাস্তি পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরের ৬৩কোটি ৬৭ লাখ ২২ হাজার ৮শ ২৪ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।গত ৩০ শে জুন ২০২৪ ইং রবিবার দুপুরে শাহরাস্তি পৌরসভার মেয়র আলহাজ্ব আব্দুল লতিফ তার নিজ কার্যালয়ে এ বাজেট ঘোষণা
  • আপলোড তারিখঃ 01-07-2024 ইং
শাহরাস্তি পৌরসভার ২০২৪-২৫ ইং অর্থ বছরের ৬৩কোটি ৬৭ লাখ  ২২ হাজার ৮শ ২৪ টাকার বাজেট পেশ ছবির ক্যাপশন: শাহরাস্তি পৌরসভার ২০২৪-২৫ ইং অর্থ বছরের ৬৩কোটি ৬৭ লাখ ২২ হাজার ৮শ ২৪ টাকার বাজেট পেশ

এস. এম.মোকাদ্দেছ,করেসপন্ডেন্ট,শাহরাস্তি,চাঁদপুর।


শাহরাস্তি পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরের ৬৩কোটি ৬৭ লাখ  ২২ হাজার ৮শ ২৪ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।গত ৩০ শে জুন ২০২৪ ইং রবিবার দুপুরে শাহরাস্তি পৌরসভার মেয়র আলহাজ্ব আব্দুল লতিফ তার নিজ কার্যালয়ে এ বাজেট ঘোষণা করেন।বাজেট বক্তব্যে মেয়র বলেন এবারের বাজেটে পৌরবাসীর উপর নতুন করারোপ না করে নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে এ বাজেট ঘোষণা করা হয়।তিনি উন্নয়ন কাজ তরান্বিত করতে সকলের সহযোগিতা কামনা করেন। মেয়র বলেন ২০২৪-২৫ অর্থ-বছরের যে বাজেট ঘোষণা করা হয়েছে তন্মধ্যে সর্বমোট রাজস্ব আয় ধরা হয়েছে ৬৩ কোটি ৬৭ লাখ ২২ হাজার ৮ শ ২৪ টাকা।


একই সঙ্গে ব্যয় ধরা হয়েছে ৬৩ কোটি ৫২ লাখ ৩৬ হাজার টাকা।এই বাজেটে উদ্বৃত্ত ধরা হয়েছে ১৪ লাখ ৮৬ হাজার ৮ শ ২৪ টাকা।এছাড়া অবকাঠামো,রাস্তাঘাট,ড্রেনেজ ব্যবস্থা,ব্রিজ-কালভার্ট,জলাবদ্ধতা নিরসন,বিশুদ্ধ পানি,বিদ্যুৎ সঞ্চালন লাইন,বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করা হয় এ বাজেটে।এবাজেটে চিকুনগুনিয়া,ডেঙ্গুজ্বরের মত মহামারী,নিউমোনিয়া,ইনফ্লুয়েঞ্জা,ম্যালেরিয়া সংক্রমণ দমনে বাজেটে বরাদ্দ রাখার সুপারিশ করা হয়েছে।


অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন শাহরাস্তি পৌরসভার সচিব তোফায়েল আহমেদ শেখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র মোঃ শাহাবুদ্দিন, উপ-সহকারী প্রকৌশলী মোঃ হাসানুজ্জামান,পৌরসভার প্রধান সহকারী মোঃ নজরুল ইসলাম,হিসাব শাখা প্রদান বাবু মানিক লাল ঘোষ।কাউন্সিলর আব্দুল কুদ্দুস,মোহাম্মদ মিজানুর রহমান,তুষার চৌধুরী রাসেল,বাবু প্রহল্লাদ দে,আবুল কাশেম,আজাদ হোসেন,শাহনেওয়াজ,মোঃ দেলোয়ার হোসেন,মোহাম্মদ জয়নাল আবেদিন,মিজানুর রহমান মোল্লা,সংরক্ষিত মহিলা কাউন্সিলর রাবেয়া আক্তার,রাবেয়া বসরী বকুল,জাহানারা আক্তার পুতুল,শাহানা সুলতানা পান্না প্রমুখ।


এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,বীর মুক্তিযোদ্ধা,গণমাধ্যমকর্মী,পৌরসভার বিভিন্ন নাগরিক সমাজের অংশীজন এবং পৌরসভায় কর্মরত সংশ্লিষ্ট কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।





নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ