ঢাকা | বঙ্গাব্দ

শেখ হাসিনা এ দেশ থেকে পালিয়ে গেছেন,কিন্তু ষড়যন্ত্র পালিয়ে যায়নিঃ এ্যানি

গণশত্রুতে পরিণত হয়ে শেখ হাসিনা পালিয়ে গেছেন।তিনি এ দেশ
  • আপলোড তারিখঃ 04-10-2024 ইং
শেখ হাসিনা এ দেশ থেকে পালিয়ে গেছেন,কিন্তু ষড়যন্ত্র পালিয়ে যায়নিঃ এ্যানি ছবির ক্যাপশন: শেখ হাসিনা এ দেশ থেকে পালিয়ে গেছেন,কিন্তু ষড়যন্ত্র পালিয়ে যায়নিঃ এ্যানি
বিশেষ প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল।  

গণশত্রুতে পরিণত হয়ে শেখ হাসিনা পালিয়ে গেছেন।তিনি এ দেশ থেকে পালিয়ে গেছেন,কিন্তু ষড়যন্ত্র পালিয়ে যায়নি বলে মন্তব্য করেছেন,বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।অদ্য শুক্রবার ৪ ঠা অক্টোবর দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের বন্যা দুর্গতদের জন্য আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।

এ্যানি বলেন শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।কারণ তাদের তো টাকার অভাব নেই।লাখ লাখ,কোটি কোটি টাকা তারা লুটপাট করেছে,পাচার করেছে।সেই টাকা দিয়েই ষড়যন্ত্র করছে।এ ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে।সরকারের উদ্দেশ্যে তিনি বলেন ছাত্র জনতার আন্দোলনে রক্তের দাগ এখনও শুকায়নি।কিন্তু বিচারের প্রক্রিয়া ব্যাপকভাবে শুরু হয়নি।অবিলম্বে খুনিদের বিচার শুরু করতে হবে।কারণ এই খুনিদের বিচার না করলে সমাজ আঘাতপ্রাপ্ত হবে।এ দেশ ক্ষতিগ্রস্ত হবে।

এ বিএনপি নেতা বলেন গত ১৫-১৭ বছর বিএনপি আন্দোলন করেছে।বিএনপির নেতাকর্মীরা গুম-খুন,হামলা-মামলার শিকার হয়েছেন।যারা এসব অন্যায় করেছে তারা সবাই গ্রেফতার হয়নি।তাদের বিরুদ্ধে মামলাও দিতে হবে।তাদেরকে গ্রেফতার ও করতে হবে।প্রসঙ্গত এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্মআহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান প্রমুখ।

নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ