ঢাকা | বঙ্গাব্দ

চলচিত্র অভিনেতা চিত্রনায়ক রিয়াজকে দেশত্যাগ করতে দেয়নি ইমিগ্রেশন পুলিশ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জনপ্রিয় চলচিত্র অভিনেতা চিত্রনায়ক রিয়াজকে দেশত্যাগ করতে দেয়া হয়নি।তিনি ঢাকা
  • আপলোড তারিখঃ 07-08-2024 ইং
চলচিত্র অভিনেতা চিত্রনায়ক রিয়াজকে দেশত্যাগ করতে দেয়নি ইমিগ্রেশন পুলিশ ছবির ক্যাপশন: চলচিত্র অভিনেতা চিত্রনায়ক রিয়াজকে দেশত্যাগ করতে দেয়নি ইমিগ্রেশন পুলিশ

বিনোদন ডেস্ক,দৈনিক প্রথম সকাল।


হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জনপ্রিয় চলচিত্র অভিনেতা চিত্রনায়ক রিয়াজকে দেশত্যাগ করতে দেয়া হয়নি।তিনি ঢাকা থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে গেলে তাকে ফেরত পাঠায় ইমিগ্রেশন পুলিশ।গতকাল মঙ্গলবার ৬ ই আগস্ট রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।রিয়াজের এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা থেকে দুবাই হয়ে যুক্তরাষ্ট্র যাওয়ার কথা ছিল।


হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায় গোয়েন্দা সংস্থা থেকে একাধিক রাজনীতিবিদ,মিডিয়া ব্যক্তিত্বসহ বেশ কয়েকজনের নামে তালিকা চেক-ইন এবং ইমিগ্রেশন কাউন্টারে জমা দেওয়া রয়েছে।এছাড়াও প্লেনে যাত্রী উঠা ও ফ্লাইট উড্ডয়নের ক্ষেত্রেও এখন আইন-শৃঙ্খলা বাহিনীর চূড়ান্ত ক্লিয়ারেন্স নিতে হচ্ছে।উল্লেখ্য রিয়াজের আওয়ামী লীগে কোনো পদ না থাকলেও বিভিন্ন সময়ে আওয়ামীমনা শিল্পীদের অনুষ্ঠানে তাকে সরব ভূমিকায় দেখা যায়।



নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ