নিজস্ব প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী এক সপ্তাহের মধ্যে পুনর্গঠন করা হবে বলে আশা প্রকাশ করেছেন চিফ প্রসিকিউটর মোঃ তাজুল ইসলাম।আজ রবিবার ১৫ ই সেপ্টেম্বর দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।তাজুল ইসলাম বলেন গত সপ্তাহে আমাদের সঙ্গে আইন উপদেষ্টার আলোচনা হয়েছে।দ্রুত সময়ের মধ্যে ট্রাইব্যুনাল পুনর্গঠনের দাবি জানিয়েছি আমরা।ট্রাইব্যুনাল পুনর্গঠন না হলে আদালতের কাছ থেকে প্রয়োজনীয় অনেক আদেশ নেওয়া যাচ্ছে না জানিয়ে তিনি বলেন, আদালতের আদেশ ছাড়া অনেক কাজ বন্ধ হয়ে আছে।তিনি (আইন উপদেষ্টা) আশ্বস্ত করেছেন।সম্ভবত এক সপ্তাহের মধ্যে পুনর্গঠন হবে।
অপরাধ ট্রাইবুনাল পুনর্গঠনের পর আনুষ্ঠানিকভাবে বিচারের প্রক্রিয়া শুরু হবে জানিয়ে তাজুল ইসলাম বলেন ইতোমধ্যে আলামত সংগ্রহের কাজ শুরু হয়েছে।তিনি বলেন ঘটনার তাজা আলামত সংগ্রহের লক্ষ্যেই তদন্ত সংস্থা ও প্রসিকিউশন টিম হাসপাতালগুলোতে পরিদর্শন করছে।সামরিক বাহিনী যুদ্ধক্ষেত্রে যে বুলেট ব্যবহার করে,এমন একটি গুলি আজ সিএমএইচে অপারেশন করে বের করা হয়েছে।এগুলো আলামত হিসেবে সংগ্রহ করা হচ্ছে।যাদের কাছে যা আলামত আছে আহত ও নিহতের স্বজন আছেন সবাইকে তথ্যগুলো প্রসিকিউশনে জমা দেওয়ার জন্য আহ্বান জানান তিনি।