ঢাকা | বঙ্গাব্দ

চলতি সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে দেশে রেমিট্যান্স এলো ১৯ হাজার ৬১১ কোটি টাকা

চলতি সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে দেশে ব্যাংকিং চ্যানেলে বৈধ পথে ১৬৩ কোটি ৪২ লাখ
  • আপলোড তারিখঃ 22-09-2024 ইং
চলতি সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে দেশে রেমিট্যান্স এলো ১৯ হাজার ৬১১ কোটি টাকা ছবির ক্যাপশন: চলতি সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে দেশে রেমিট্যান্স এলো ১৯ হাজার ৬১১ কোটি টাকা
বিশেষ প্রতিনিধি,দৈনিক প্রথম সকাল।

চলতি সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে দেশে ব্যাংকিং চ্যানেলে বৈধ পথে ১৬৩ কোটি ৪২ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১৯ হাজার ৬১০ কোটি ৭৬ লাখ টাকা (প্রতি ডলার ১২০ টাকা ধরে)।আজ রবিবার ২২ শে সেপ্টেম্বর কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে চলতি মাসের প্রথম ২১ দিনে যে পরিমাণ রেমিট্যান্স এসেছে তা গত বছরের একই সময়ের পুরো এক মাসের চেয়েও প্রায় ৩০ কোটি ডলার বেশি।২০২৩ ইং সালের সেপ্টেম্বর মাসে রেমিট্যান্স এসেছিল ১৩৩ কোটি ডলার।কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে সেপ্টেম্বরে দৈনিক গড়ে রেমিট্যান্স এসেছে ৭ কোটি ৭৮ লাখ ২০ হাজার ডলার। এই হারে রেমিট্যান্স আসতে থাকলে মাস শেষে প্রবাসী আয় ২৩৩ কোটি ডলার ছাড়িয়ে যাবে।

তথ্য বিশ্লেষণ করে দেখা যায় ২১ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৮ কোটি ৭ লাখ ৫০ হাজার মার্কিন ডলার।কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ৬ কোটি ৯৮ লাখ ৩০ হাজার মার্কিন ডলার।বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১০৭ কোটি ৯৬ লাখ ১০ হাজার ডলার। এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪০ লাখ ৩০ হাজার ডলার।


নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ