ঢাকা | বঙ্গাব্দ

মিরপুরে পুলিশের অভিযানে ওয়ারেন্টের তিন আসামি আটক

অদ্য শনিবার (২৮ সেপ্টেম্বর) মিরপুর থানার পুলিশ পরিদর্শক তদন্ত ইন্সপেক্টর আব্দুল আজিজ
  • আপলোড তারিখঃ 28-09-2024 ইং
মিরপুরে পুলিশের অভিযানে ওয়ারেন্টের তিন আসামি আটক ছবির ক্যাপশন: মিরপুরে পুলিশের অভিযানে ওয়ারেন্টের তিন আসামি আটক
মোঃ আশিক আলী,করেসপন্ডেন্ট,মিরপুর,কুষ্টিয়া।

অদ্য শনিবার (২৮ সেপ্টেম্বর) মিরপুর থানার পুলিশ পরিদর্শক তদন্ত ইন্সপেক্টর আব্দুল আজিজ এবং এসআই দীপন ও এসআই অসিত ও এএসআই মামুনুর রশিদ সঙ্গীয় ফোর্স এর অভিযানে চিথলিয়া এলাকা থেকে ২টি ওয়ারেন্টের আসামি মোহাম্মদ রকি (৩০)'কে গ্রেফতার করা হয়।এছাড়াও ছাতিয়ান ইউনিয়নের ভারল বাঁশতলা থেকে শিপন (২৮)ও পোড়াদহ ইউনিয়নের শুকুন্দী এলাকা থেকে মমিন (৩৮)'কে গ্রেফতার করা হয়।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেনপুলিশ পরিপূর্ণভাবে কার্যক্রম শুরু করেছে।এখন কোন ঘটনা আর ছাড় দেওয়া হবে না।মিরপুর থানায় জিডি,মামলা,ওয়ারেন্ট ও মাদকের কোন আসামিকে ছাড় দেয়া হবে না।মিরপুর থানা এলাকার সকল জনগণকে মিরপুর থানা পুলিশকে সহায়তার পাশাপাশি সকল সেবা গ্রহণের জন্য থানায় আসার কথা জানান তিনি।


নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ