ঢাকা | বঙ্গাব্দ

লালমনিরহাটে অ্যাডভোকেসি মিটিং অনুষ্ঠিত

লালমনিরহাটে নাগরিক অধিকারের জন্য নাগরিক ব্যস্ততা আমাদের ভয়েস আমাদের পছন্দ (OVOC)গণতান্ত্রিক নাগরিক স্থানের জন্য মহিলা এবং যুবক
  • আপলোড তারিখঃ 03-08-2024 ইং
লালমনিরহাটে অ্যাডভোকেসি মিটিং অনুষ্ঠিত ছবির ক্যাপশন: লালমনিরহাটে অ্যাডভোকেসি মিটিং অনুষ্ঠিত

ফারুক আহমেদ সূর্য জেলা করেসপন্ডেন্ট,লালমনিরহাট।


লালমনিরহাটে নাগরিক অধিকারের জন্য নাগরিক ব্যস্ততা আমাদের ভয়েস আমাদের পছন্দ (OVOC)গণতান্ত্রিক নাগরিক স্থানের জন্য মহিলা এবং যুবক এ প্রকল্পের অর্থায়নে লালমনিরহাট বিত্তবান সমাজ উন্নয়ন সংঘ (বিএসইউএস) এর বাস্তবায়নে এ অ্যাডভোকেসি মিটিং অনুষ্ঠিত হয়।গত ১ লা আগস্ট ২০২৪ ইং বৃহস্পতিবার-সকাল ১০ টায় লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়াম নতুনে সারাদিনব্যাপী মহিলা ও যুবকদের নিয়ে অ্যাডভোকেসি করান বিত্তবান সমাজ উন্নয়ন সংস্থার লালমনিরহাটের সমন্বয়কারী এনামুল হক টিপু ও নির্বাহী পরিচালক নেন্সি খন্দকার।


অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহবুবুর রহমান এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য অ্যাডঃ মতিয়ার রহমান।এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র রেজাউল করিম স্বপন,সেলুন লাইব্রেরী'র প্রতিষ্ঠাতা জামাল হোসেন।আরও উপস্থিত ছিলেন মহিলা ও যুবকসহ তাদের অভিভাবকেরা।



নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ