মোঃ রনি বাবু,করেসপন্ডেন্ট,কালাই,
জয়পুরহাট।
সারা বাংলাদেশের ন্যায় কালাই উপজেলাতেও বিশ্ব শিক্ষক দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।জয়পুরহাটের কালাই উপজেলা পর্যায়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির আয়োজনে ৫ ই অক্টোবর ২০২৪ শনিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা পর্যায়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী মনোয়ারুল ইসলাম হাসান এর সভাপতিত্বে “শিক্ষকের কন্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার” এই প্রতিপাদ্য সামনে রেখে বিশ্ব শিক্ষক দিবসের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী মনোয়ারুল ইসলাম হাসান এর পর প্রধান অতিথির বক্তব্য রাখেন কালাই উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহান।কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান (ভারপ্রাপ্ত) শিক্ষক সাইফুল ইসলাম বকুলের সঞ্চালনায় অন্যান্যর মধ্য থেকে বক্তব্য রাখেন কালাই থানায় নব্য যোগদানকারী অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিক্যাল অফিসার সুজয় সাহা,কালাই সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন, হাতিয়র কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আমিনুল ইসলাম, কালাই টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা,কালাই ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হাবিবুল হাসান, মাত্রাই বিজ্ঞান ও কারিগরি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান নান্টু, কালাই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাইহান উদ্দিন,থুপসারা দাখিল মাদ্রাসার সুপার মতিউর রহমান ও বেজখন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু ব্ক্কর সিদ্দিক সহ আরো অনেকে।এসময় উপজেলার স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকগণ উপস্থিত ছিলেন।