ঢাকা | বঙ্গাব্দ

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে গান্ধী পরিবারের সাক্ষাৎ

মাননীয়, প্রধানমন্ত্রী ,শেখ ,হাসিনা, সাথে, গান্ধী, পরিবার, সাক্ষাৎ
  • আপলোড তারিখঃ 10-06-2024 ইং
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে গান্ধী পরিবারের সাক্ষাৎ ছবির ক্যাপশন: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে গান্ধী পরিবারের সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক,দৈনিক প্রথম সকাল।


বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন গান্ধী পরিবারের সদস্যরা।অদ্য সোমবার ১০ ই জুন বিকেলে ভারতের রাজধানী নয়া-দিল্লিতে গান্ধী পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন।এ সময় তাদের মধ্যে আনন্দ ঘন ও উষ্ণ পরিবেশ বিরাজ করতে দেখা যায়। ভারতের বার্তা সংস্থা এএনআই এবং জাতীয় কংগ্রেদ দল সূত্রে এ তথ্য জানা গেছে।


এর মধ্যে ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের (এএনসি) সংসদীয় কমিটির চেয়ারপারসন সোনিয়া গান্ধী,লোকসভার সদস্য রাহুল গান্ধী এবং দলের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র।ভারতের জাতীয় কংগ্রেস ও গান্ধী পরিবারের সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের দীর্ঘ দিনের আন্তরিক সম্পর্ক রয়েছে।বিশেষ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত এবং গান্ধী পরিবারের ভূমিকার কারণে ২টি পরিবারের সম্পর্ক উষ্ণতায় রূপ নেয়। 



নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ