নিজস্ব প্রতিনিধি,দৈনিক প্রথম সকাল।
গতকাল দারুস সালাম থানা কর্তৃক ধৃত ১নম্নর আসামী মোঃ নিশান হোসেন (১৯),পিতা মোঃ আমজাদ হোসেন,মাতাঃ মোছাম্মৎ ফাতেমা বেগম,সাং-মহিষখুন্ডি,থানা- দৌলতপুর,জেলা-কুষ্টিয়া ও এবং ধৃত ২নম্বর আসামী মোঃ আনন্দ হোসেন ফাইম (১৮) পিতা মোঃ আঃ সালাম,মাতা মোসাম্মৎ সাগরি খাতুন,সাং- মহিষখুন্ডি,থানা-দৌলতপুর জেলা-কুষ্টিয়া,দ্বয়কে দারুস সালাম থানাধীন গাবতলী আইএফআইসি ব্যাংকের সামনে চেকপোস্ট করাকালীন সময় ৮০ বোতল ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।উক্ত আসামী দ্বয়ের বিরুদ্ধে মাদক মামলা করা হয়েছে।