ঢাকা | বঙ্গাব্দ

পদত্যাগ করলেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান পদত্যাগ করেছেন।গতকাল বুধবার ১৪ ই আগস্ট
  • আপলোড তারিখঃ 14-08-2024 ইং
পদত্যাগ করলেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান ছবির ক্যাপশন: পদত্যাগ করলেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান
বিশেষ প্রতিনিধি,দৈনিক প্রথম সকাল। 

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান পদত্যাগ করেছেন।গতকাল বুধবার ১৪ ই আগস্ট অনলাইন মাধ্যমে তিনি এ পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানিয়েছে একটি সূত্র।সূত্র জানায় পদত্যাগপত্রে অসুস্থতা জনিত কারণে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করতে অপারগতার কথা জানিয়েছেন তিনি।জানা যায় ২০০৯ ইং সালে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে প্রথমবারের মতো নিয়োগ পেয়েছিলেন তাকসিম এ খান।

এরপর দফায় দফায় তার মেয়াদ বাড়তে থাকে।সর্বশেষ গত বছরের আগস্টে ৭ম বারের মতো ওই পদে আরও তিন বছরের জন্য নিয়োগ পান তিনি।গত ৫ ই  আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর থেকেই তাকসিম এ খান একদিনও নিজের দপ্তরে আসেননি।তিনি দেশে আছেন,নাকি বিদেশে চলে গেছেন,সেটিও  নিশ্চিতভাবে জানা যায়নি।তাকসিম এ খান,তার স্ত্রী ও সন্তানেরা যুক্তরাষ্ট্রের নাগরিক।তাই অনেকেই ধারণা করছেন,তিনি হয়তো যুক্তরাষ্ট্রে পারি জমিয়েছেন।  


 

নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ