ঢাকা | বঙ্গাব্দ

সাবেক মন্ত্রী দীপু মনি'কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ

রাজধানীর বারিধারা এলাকা থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও সাবেক মন্ত্রী দীপু মনি'কে গ্রেফতার
  • আপলোড তারিখঃ 19-08-2024 ইং
সাবেক মন্ত্রী দীপু মনি'কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ ছবির ক্যাপশন: সাবেক মন্ত্রী দীপু মনি'কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ (ফাইল ছবি)
নিজস্ব প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল। 

রাজধানীর বারিধারা এলাকা থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও সাবেক মন্ত্রী দীপু মনি'কে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল।চাঁদপুরে বিএনপি নেতার বাড়ি,অফিস ভাংচুর,লুটপাট ও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার মামলায় অদ্য সোমবার ১৯ শে আগস্ট সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়।বিষয়টি নিশ্চিত করে ডিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন দীপু মনিকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে।গত ১৫ ই আগস্ট চাঁদপুর মডেল থানায় মামলাটি দায়ের করেন পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক ও শহরের বাগাদী রোড হাওলাদার বাড়ির বাসিন্দা কালু হাওলাদারের ছেলে আব্দুর রাজ্জাক হাওলাদার।

মামলার বিবরণ থেকে জানা যায় গত ১৮ ই জুলাই রাত ৮টায় এবং ৪ ই আগস্ট সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডাঃ দীপু মনি ও তার বড় ভাই ডাঃ জে আর ওয়াদুদ টিপুর প্রত্যক্ষ নির্দেশে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের জেএম সেনগুপ্ত রোডের মনিরা ভবন নামে বাড়িতে এক হাজার থেকে ১২শ লোক দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা ও ভাংচুর করে।পরে তারা ঐ ভবনে আগুন দিয়ে মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। 

নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ