ঢাকা | বঙ্গাব্দ

টঙ্গীর ময়দানে হামলার প্রতিবাদে কোটালীপাড়ায় বিক্ষোভ মিছিল

গত ১৭ ই ডিসেম্বর দিবাগত রাতে টঙ্গীর
  • আপলোড তারিখঃ 20-12-2024 ইং
টঙ্গীর ময়দানে হামলার প্রতিবাদে কোটালীপাড়ায় বিক্ষোভ মিছিল ছবির ক্যাপশন: টঙ্গীর ময়দানে হামলার প্রতিবাদে কোটালীপাড়ায় বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিনিধি,গোপালগঞ্জ।  

গত ১৭ ই ডিসেম্বর দিবাগত রাতে টঙ্গীর ময়দানে সা'দ পন্থীদের অতর্কিত হামলার প্রতিবাদে গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে অদ্য শুক্রবার ২০ শে ডিসেম্বর বাদ জুম্মাহ শত শত জনতার সমন্বয়ে একটি মিছিল মহুয়ার মোড় থেকে শুরু হয়ে কোটালীপাড়া উপজেলা পরিষদের সামনের সড়কে এক প্রতিবাদ সভার আয়োজন করে ওলামা মাশায়েখ সহ সর্বস্তরের তৌহিদী জনতা।

উক্ত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন মুফতি মাছুদুর রহমান।এ সময় বক্তব্য রাখেন ডাঃ আসাদুজ্জামান কাবুল,উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র সভাপতি এসএম মহিউদ্দিন,মাওলানা মোজাফফর হোসেন,রফিকুল ইসলাম,মাহামুদুল হাসান শামীম,বশির বিন সামচুদ্দিন, মানজুরুল ইসলাম।অন্যদের মধ্যে বিভিন্ন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী,ইমাম-মুয়াজ্জিন সহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ