রুবেল রানা,জেলা করেসপন্ডেন্ট,দৈনিক প্রথম সকাল।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুর্নীতি ও ফ্যাসিবাদ থেকে উত্তরণের একমাত্র উপায় হলো গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করা।আজ মঙ্গলবার ২৪ শে ডিসেম্বর সকালে মির্জা ফখরুল তার নিজ জেলা ঠাকুরগাঁও ঠাকুরগাঁও সাধারণ পাঠাগার মাঠে জেলা বিএনপির উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।এ সময় জেলা ও পৌর বিএনপির নেতাকর্মী উপস্থিত ছিলেন।মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন "জনগণের যে শাসন তা প্রতিষ্ঠিত করতে হবে।এ ছাড়া আর অন্যকোনো উপায় আছে বলে আমার জানা নেই।