বিশেষ প্রতিনিধি,দৈনিক নাসা নিউজ।
রাজধানীর ডেমরার ডগাইর এলাকায় একটি গ্যারেজে বিদ্যুৎ স্পৃষ্টে এরশাদ (২৭) নামে এক অটো-রিকসা চালকের মৃত্যু হয়েছে।গতকাল মঙ্গলবার ২৮ শে মে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডগাইর বাজার মাজার রোডে মাহবুবের গ্যারেজে এই দুর্ঘটনা ঘটে।মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত ৮টার দিকে মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মোঃ রুবেল জানান ডগাইর বাজার মাজার রোডে মাহবুবের গ্যারেজের রিকসা চালান তারা।সন্ধ্যায় কাজ শেষে রিকসা নিয়ে গ্যারেজে ফিরেন এরশাদ।তখন অটো-রিকসাটির ব্যাটারি চার্জ দেয়ার সময় সেখান থেকে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।সঙ্গে সঙ্গে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান সোমবার দিনভর বৃষ্টির কারণে রিকসার গ্যারেজটিতে পানি জমে ছিল।সে পানির উপরেই অটোরিকশাটি রেখে ব্যাটারি চার্জ করছিলেন এরশাদ।মৃত এরশাদের স্ত্রী হালিমা আক্তার জানান তাদের বাড়ির শেরপুর সদর উপজেলায়।পরিবার নিয়ে ডগাইর মাজার রোডের একটি বাড়িতে ভাড়া থাকেন।ভাড়ায় অটো-রিকসা চালান তিনি।চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।