ঢাকা | বঙ্গাব্দ

অন্তর্বর্তী সরকার এর ১ম বৈঠকে যেসব সিদ্ধান্ত নিয়েছেন উপদেষ্টারা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার প্রথম বৈঠকে অর্থনীতি চাঙ্গা রাখতে
  • আপলোড তারিখঃ 09-08-2024 ইং
অন্তর্বর্তী সরকার এর ১ম বৈঠকে যেসব সিদ্ধান্ত নিয়েছেন উপদেষ্টারা ছবির ক্যাপশন: অন্তর্বর্তী সরকার এর ১ম বৈঠকে যেসব সিদ্ধান্ত নিয়েছেন উপদেষ্টারা
বিশেষ প্রতিনিধি,দৈনিক প্রথম সকাল।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার প্রথম বৈঠকে অর্থনীতি চাঙ্গা রাখতে ব্যবসায়ীদের উজ্জীবিত করা,দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া,বাজার নিয়ন্ত্রণসহ বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছেন উপদেষ্টারা।গতকাল শুক্রবার ৯ ই আগস্ট রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের প্রথম অনানুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত শেষে সাংবাদিকদের এ কথা জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং ডাক,টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম।

এ বৈঠকে অন্তর্বর্তী সরকারের সব মন্ত্রণালয়ে উপদেষ্টার পাশাপাশি কাজের ক্ষেত্রে আন্দোলনকারী শিক্ষার্থী প্রতিনিধিদেরও সম্পৃক্ত করার.আলোচনা করা হয়।এ বিষয়ে নাহিদ ইসলাম বলেন আমাদের উপদেষ্টা প্যানেলে অভিজ্ঞ এবং দক্ষ ব্যক্তিদের মনোনীত করেছি এবং ছাত্রদের পক্ষ থেকে আমরা ২জন উপদেষ্টা মনোনীত হয়েছি।এর পাশাপাশি উপদেষ্টাদের সাথে সহকারী হিসেবে ছাত্ররা কাজ করার সুযোগ পাবেন।তাদের জন্য "সহকারী উপদেষ্টা" পদ সৃষ্টি করে সরকারের সাথে যুক্ত করার আলোচনা চলছে বলেও জানান তিনি।

রিজওয়ানা হাসান বলেন যত দ্রুত সম্ভব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে।এখনো রাস্তায় ট্রাফিক পুলিশ নেই, শিক্ষার্থীরা রাস্তা ম্যানেজমেন্ট করছেন।সেই পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি না যে কালই (শিক্ষা প্রতিষ্ঠান) খুলে দেব। ‌শিক্ষক সমাজের সাথে আলোচনা করা হবে,শিক্ষার পরিবেশ ফিরিয়ে এনে আইন-শৃঙ্খলা পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে যত দ্রুত সম্ভব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার চেষ্টা করা হবে।প্রথম বৈঠকে সব সেক্টরের সংস্কার নিয়ে আলোচনা হয়েছে বলে জানান রিজওয়ানা হাসান।  

তিনি বলেন সমাজের সবার সঙ্গে কথা বলা হবে,সবার সাথে কথা বলে রিফর্ম এজেন্ডা ঠিক করে আলাপ-আলোচনায় যাওয়া হবে।বৈঠকে অর্থের বিষয়ে কথা হয়েছে।আর্থিক খাতগুলো শুধু চালু করলেই হবে না,সক্রিয় করতে হবে।সেখানে নেতৃত্বের স্থানে পরিবর্তন আনার প্রয়োজন যেগুলোতে আছে,অনতিবিলম্বে সেসব পরিবর্তন আনার চেষ্টা করা হচ্ছে।জনগণের জীবন-জীবিকার কষ্ট লাঘব হবে,বাজারের ক্ষেত্রে যে নিয়ন্ত্রণ,অর্থের ক্ষেত্রে যে নিয়ন্ত্রণ,সেটাও অগ্রাধিকার পাবে অর্থ মন্ত্রণালয় যখন পরিকল্পনা করবে সেখানে। 






নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ