ঢাকা | বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে পাওনা টাকা চাইতে গিয়ে একব্যক্তিকে পিটিয়ে হত্যা'র অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে পাওনা টাকা চাইতে গিয়ে মোঃ বাদল আলী (৫৫) নামে এক রিকশা চালকে পিটিয়ে
  • আপলোড তারিখঃ 05-09-2024 ইং
চাঁপাইনবাবগঞ্জে পাওনা টাকা চাইতে গিয়ে একব্যক্তিকে পিটিয়ে হত্যা'র অভিযোগ ছবির ক্যাপশন: চাঁপাইনবাবগঞ্জে পাওনা টাকা চাইতে গিয়ে একব্যক্তিকে পিটিয়ে হত্যা'র অভিযোগ
বদিউজ্জামান রাজাবাবু করেসপন্ডেন্ট,চাঁপাইনবাবগঞ্জ। 

চাঁপাইনবাবগঞ্জে পাওনা টাকা চাইতে গিয়ে মোঃ বাদল আলী (৫৫) নামে এক রিকশা চালকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।গতকাল বুধবার ৫ ই সেপ্টেম্বর দুপুরে চাঁপাইনবাবগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের যাদুপুরে এই ঘটনা ঘটে।মারা যাওয়া বাদল আলী জেলার সদর উপজেলার চামাগ্রামের মঞ্জুর আলীর ছেলে।তবে বর্তমানে সে বালিয়াডাঙ্গা ইউনিয়নের যাদুপুর গ্রামে থাকেন।নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছে মঈনুদ্দিনের কাছে ২ হাজার ৫০০ শত টাকা পেতেন বাদলের ছেলে।সেই টাকা আনতে গেলে গেলে মঈনুদ্দিনের সঙ্গে কথা কাটাকাটি হয় তার।একপর্যায়ে লাঠি দিয়ে পিটুনি দেওয়া হলে  বাদল আলী গুরতর জখম হয়।পরে তিনি বাড়ি ফিরার পথে মারা যান।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম জাকারিয়া জানান  যাদুপুর গ্রামে পার্শ্ববর্তী মইনুদ্দিন নামের এক ব্যক্তির কাছে ২ হাজার ৫০০ টাকা পাওনা ছিল বাদল আলীর। দুপুরে সেই টাকা আনতে গেলে কথা কাটাকাটির একপর্যায়ে বাদলকে গলা ধাক্কা দেয়া হয়। এসময় তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়।কি কারণে বাদলের মৃত্যু হয়েছে, তা ময়না তদন্ত রিপোর্ট পাবার পর জানা যাবে।ওসি আরও জানান নিহত বাদল আলী'র স্ত্রী বাদী হয়ে ৪ জনের নামে সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ