স্পেশাল করেসপন্ডেন্ট,দৈনিক প্রথম সকাল।
অন্তর্বর্তীকালীন সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।আজ রবিবার ১৭ ই নভেম্বর প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে।প্রধান উপদেষ্টার এই ভাষণ সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন ও বিটিভি ওয়ার্ল্ড।উল্লেখ্য ছাত্র জনতার গণঅভ্যুত্থানের তোপে ৫ ই আগস্ট দেশ থেকে পালিয়ে যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এরপর ৮ আগস্ট নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।প্রথমে ১৭ জন উপদেষ্টা নিয়ে কার্যক্রম শুরু করলেও বর্তমানে এই সরকারের উপদেষ্টা ২৪ জন।